ন্যাশনাল ক্রাশ এবং ক্রিকেট মাঠের রেকর্ডের রানি বলা হয় যাঁকে, সেই ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা খুব শীঘ্রই হয়ে যাচ্ছেন মিসেস মুচ্ছল। আগামী ২৩ নভেম্বর তিনি মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন। অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করা পলাশ মুচ্ছলের মোট নেটওয়ার্থ কত, চলুন জেনে নিই।
ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০১৯ সাল থেকে একে অপরকে ডেট করছেন এই জুটি। মেহেন্দি থেকে হলুদ, সব প্রি-ওয়েডিং ফাংশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
স্মৃতি মান্ধানা যেমন ক্রিকেট জগতে একটা বড় নাম, ঠিক তেমনই পলাশ মুচ্ছল সঙ্গীত জগতে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছেন। স্মৃতির হবু স্বামী পলাশ মুচ্ছলের নেটওয়ার্থ কত, নীচে বিস্তারিত পড়ুন।
কে এই পলাশ মুচ্ছল?
পলাশ মুচ্ছল সঙ্গীত জগতের বেশ পরিচিত মুখ। যাঁরা তাঁকে চেনেন না, তাঁদের জন্য বলি, এই গায়ক ও মিউজিক কম্পোজারের জন্ম ১৯৯৫ সালে। তিনি ‘প্রেম রতন ধন পায়ো’ খ্যাত গায়িকা পলক মুচ্ছলের ছোট ভাই। সঙ্গীতপ্রেমী পরিবার থেকে উঠে আসা পলাশ নিজের ক্যারিয়ার শুরু করেন ২০১৪ সালে ‘ঢিশকিয়াউ’ ছবি দিয়ে। ‘ভূতনাথ রিটার্নস’ ছবির ‘পার্টি তো বনতি হ্যায়’, ‘তু হি হ্যায় আশিকি’র মতো সুপারহিট গানের সুর দিয়েছেন তিনি।
শুধু সঙ্গীত নয়, অভিনয়েও হাত পাকিয়েছেন পলাশ। আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘খেলে হাম জি জান সে’ ছবিতে অভিনয় করেছিলেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। মাত্র ১৮ বছর বয়সে মিউজিক কম্পোজার হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
পরিচালক হিসেবেও কাজ করেছেন পলাশ মুচ্ছল
পলাশ একজন সত্যিকারের মাল্টি-ট্যালেন্টেড মানুষ। সুর করার পাশাপাশি বেশ কিছু মিউজিক ভিডিও ও ছবির পরিচালনাও করেছেন। ২০১৫ সালে নন্দীশ সান্ধু ও রশ্মি দেশাইকে নিয়ে ‘তেরি এক হাঁসি’ মিউজিক ভিডিও বানিয়েছিলেন। এরপর ‘তুঝসে’, ‘সজনা ভে’, ‘খুশি ওয়ালি খুশি’র মতো জনপ্রিয় মিউজিক ভিডিও তৈরি করেন।
২০২২ সালে তিনি ‘অর্ধ’ নামে একটি ফিচার ফিল্ম পরিচালনা করেন, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রুবিনা দিলাইক ও রাজপাল যাদব। ২০২৪ সালে রাজপাল যাদবের সঙ্গে তাঁর পরবর্তী ছবি ‘কাম চালু হ্যায়’ মুক্তি পায় ZEE5 প্ল্যাটফর্মে। এই ছবির গল্প লেখা থেকে শুরু করে প্রযোজনা ও পরিচালনা, সবই একাই সামলেছেন পলাশ।
আরও পড়ুন: ফ্লাশের হ্যান্ডেল বানালো অ্যাওয়ার্ড দিয়ে, Emraan Hashmi ফাঁস করলেন সুপারস্টারের নাম
পলাশ মুচ্ছলের নেটওয়ার্থ কত?
বলিউডে খুব অল্প বয়সেই পলাশ নিজের একটা মজবুত ক্যারিয়ার গড়ে তুলেছেন। সিয়াসত ডেইলি ডট কম-এর রিপোর্ট অনুযায়ী, তাঁর মোট নেটওয়ার্থ ২০ কোটি থেকে ৪১ কোটি টাকার মধ্যে। মিউজিক কম্পোজিশনের পাশাপাশি ছবির প্রজেক্ট, লাইভ শো এবং বিজ্ঞাপন থেকে তিনি প্রচুর আয় করেন।
আর স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের মিলিত নেটওয়ার্থের কথা বললে, দুজনের মোট সম্পত্তি ৫০ কোটি থেকে ৭৫ কোটি টাকার আশেপাশে বলে জানা যাচ্ছে।
স্মৃতি এবং পলাশ, দুজনেই নিজেদের ক্ষেত্রে তুখোড়। একজন ক্রিকেটের মাঠ কাঁপান, অন্যজন সুরের জাদুতে মন জয় করেন। এই জুটির বিয়ে নিয়ে দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে। ২৩ নভেম্বরের পর থেকে ভারতের ‘ন্যাশনাল ক্রাশ’ আনুষ্ঠানিকভাবে হয়ে যাবেন পলাশ মুচ্ছলের সঙ্গিনী। দুজনের নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল!
