Emraan Hashmi: একসময় বলিউডে অ্যাওয়ার্ড মানে ছিলো সত্যিকারের উৎসব। ফ্যানরা ভোট দিয়ে নিজের প্রিয় তারকাকে জিতিয়ে আনতো, আর সেই জয়ের আনন্দ সবাই মিলে ভাগ করে নিত। কিন্তু এখন সেই দিন আর নেই। সম্প্রতি এমরান হাশমি এক সাক্ষাৎকারে খোলাখুলি বললেন, অ্যাওয়ার্ড শো এখন শুধুই একটা ইভেন্ট, ক্রেডিবিলিটি প্রায় শূন্য। আর শুনুন, এক সুপারস্টার তো অ্যাওয়ার্ড দিয়েই বাথরুমের ফ্লাশের হাতল বানিয়েছিলেন!
২০০০-এর দশকে অ্যাওয়ার্ড নাইট মানেই ছিলো ফ্যানদের জন্য দীপাবলি-ঈদ মিলিয়ে। শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন, রানি-রেখা সবার মজা, হোস্টিং, আর সেই সাদামাটা গ্ল্যামার দেখতে দেখতে রাত কাটতো। সবচেয়ে বড় কথা, দর্শকদের হাতে ছিলো ক্ষমতা এবং ভোট দিয়ে প্রিয় তারকাকে অ্যাওয়ার্ড এনে দেওয়া।
কিন্তু সময় বদলে গেছে। যে অ্যাওয়ার্ড ফাংশন একসময় দেশের বড় উৎসবের মতো উদযাপিত হতো, সেটা এখন ডেইলি রুটিনের মতো ইভেন্টে পরিণত হয়েছে। এমরান হাশমি (Emraan Hashmi) নিজেই বললেন কেন তিনি এখন এসব থেকে দূরে থাকেন। আর স্টাররা অ্যাওয়ার্ড দিয়ে ঠিক কী কী করছেন, সেটাও ফাঁস করে দিয়েছেন।
Emraan Hashmi বলেন নাচলে তবেই অ্যাওয়ার্ড!
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে এমরান হাশমি বলেন, অ্যাওয়ার্ড শো এখন শুধুই একটা ইভেন্ট। বছরে ২০টা অ্যাওয়ার্ড ফাংশন! যারা যায় আর যারা পায়, তাদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সময়ের সঙ্গে এগুলোর ক্রেডিবিলিটি একদম শেষ। আমি ক্যারিয়ারের শুরুতেই বুঝে গিয়েছিলাম, ইভেন্টে পারফর্ম করলে তবেই অ্যাওয়ার্ড পাবে। আমাকেও এমন ডিল দেওয়া হয়েছিল। এখন অ্যাওয়ার্ড আর তোমার অভিনয়ের জন্য নয়, বার্টার সিস্টেম, তুমি নাচবে, আমি ট্রফি দেব।
তিনি আরও বলেন, আমি নিজেকে এই ভুলের মধ্যে রাখতে চাই না যে অ্যাওয়ার্ড নিয়ে এসে শেলফে সাজিয়ে রাখব আর নিজেই তালি বাজাব। এটা ঠকবাজি। যদি সত্যিকারের কাজ দেখে কেউ দেয়, তবেই নেব। নইলে সময় নষ্ট। আগের দিনে অ্যাওয়ার্ড না পেলেও পুরো অনুষ্ঠান বসে থাকতাম। এখন ৩০ মিনিটের বেশি বসলে মাথা ধরে যায়, একটা বাজলে তো পেনকিলার না খেলে চলে না।
বাথরুমের ফ্লাশ হ্যান্ডেল বানিয়েছিলেন অ্যাওয়ার্ড দিয়ে!
যেই যামি গৌতম বাথরুমে অ্যাওয়ার্ড’র কথা তুললেন, এমরানের মনে পড়ে গেল এক সুপারস্টারের গল্প। হাসতে হাসতে বললেন, নাম বলব না, কিন্তু একজন অভিনেতা ছিলেন, তিনি অ্যাওয়ার্ড দিয়ে বাথরুমের ফ্লাশের হাতল বানিয়েছিলেন। শুরুতেই বুঝে গিয়েছিলেন এগুলোর আসল দাম কত। দরজার ছিটকিনি থেকে ফ্লাশ হ্যান্ডেল—সবই অ্যাওয়ার্ড দিয়ে তৈরি করেছিলেন!
এমরান অবশ্য প্রথম নন। এর আগে সলমান খানও বলেছিলেন, তিনি অ্যাওয়ার্ড দিয়ে ডোর-স্টপার বানান। তাঁর কাছে দর্শকের ভালোবাসাই আসল অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: সানি দেওল ও বরুণ ধাওয়ানকে গর্জন করতে দেখা গেল Border 2 মুভিতে
#EmraanHashmi #এমরানহাশমি #EmraanHashmimovie #emraanhashmiupcomingmovie
