মুনীরের হাতে অসীম ক্ষমতা! পাকিস্তানের ২৭তম সংশোধনীতে সেনা শাসন চালু?

Bhaskar

পাকিস্তানে এখন যা হতে চলেছে তাতে সেনাবাহিনীর হাতে আরও বেশি ক্ষমতা চলে আসার ভয় তৈরি হয়েছে। শাহবাজ শরিফ ২৭তম সংবিধান সংশোধনী বিল আনতে চলেছেন, যেটা সেনাপ্রধানের নিয়োগ আর সশস্ত্র বাহিনীর কমান্ডের ওপর নিয়ন্ত্রণকে আরও মজবুত করে দেবে। বিলাওয়াল ভুট্টো জারদারির একটা টুইটের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আর সেটাকে সিলমোহর দিয়ে দিয়েছেন ইসহাক দার। সমালোচকরা বলছেন, এর ফলে আসিম মুনীরের  ক্ষমতা আরও বেড়ে যাবে।

What are the main points of the 27th amendment?


এবার  কি পাকিস্তানে  আসতে চলেছে সেনা শাসন ?

এই প্রশ্নটা এখন সবাই করছে। কারণ সন্ত্রাসবাদী দেশটা নিজের সংবিধানে এমন সংশোধন আনতে চাইছে, যার পর সেনাবাহিনী আরও বেশি ক্ষমতাধর হয়ে উঠবে।

শাহবাজ শরিফ নিজেই কনফার্ম করেছেন যে তিনি শিগগিরই পার্লামেন্টে ২৭তম সংবিধান সংশোধনী পেশ করবেন। এতে সশস্ত্র বাহিনীর কমান্ড সংক্রান্ত প্রস্তাবিত বদল গুলো থাকবে। সমালোচকদের আশঙ্কা, এরপর পাকিস্তানের ওপর আসিম মুনীরের গ্রিপ আরও মজবুত হয়ে যাবে।


বিলাওয়ালের ভুট্টো টুইটের পর গুঞ্জন শুরু

সংবিধান সংশোধন নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চে বিলাওয়াল ভুট্টো জারদারির একটা টুইট থেকে। তিনি লিখেছিলেন, সরকার ২৭তম সংশোধনীর জন্য সমর্থন চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে।

এরপর মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার সিনেটে দাঁড়িয়ে এই খবরের পুরোপুরি সিলমোহর দিয়ে দেন। তিনি বলেন, অবশ্যই সরকার এটা আনছে এবং আনবেই। ২৭তম সংশোধনী আসছে এবং আসতেই হবে। আমরা এটা সব নীতি, আইন আর সংবিধান মেনে পেশ করার চেষ্টা করব।

আরও পড়ুন: ভারতীয়দের টার্গেট করে কানাডার কঠোর ভিসা আইন


প্রস্তাবিত সংশোধনীতে কী কী আছে?

পাকিস্তানি মিডিয়ার খবর অনুযায়ী, ২৭তম সংশোধনীতে সংবিধানের আর্টিক্যাল ২৪৩-এ বদল আনা হবে, যেটা সেনাপ্রধান নিয়োগ আর সশস্ত্র বাহিনীর কমান্ড নিয়ন্ত্রণ করে।

এছাড়া এতে আরও যা যা থাকতে পারে:

  • সাংবিধানিক আদালত গঠন
  • প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়া সহজ করা
  • এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ ফিরিয়ে আনা
  • বিচারপতিদের বদলির ব্যাপারে নতুন নিয়ম
  • কেন্দ্রীয় সম্পদে প্রদেশগুলোর অংশ কমিয়ে দেওয়া
  • শিক্ষা ও জনসংখ্যা কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ প্রদেশ থেকে কেন্দ্রের হাতে তুলে দেওয়া
  • ন্যাশনাল ফাইন্যান্স কমিশনে প্রাদেশিক শেয়ারের সুরক্ষা তুলে নেওয়া

মানে সব মিলিয়ে আর্মি চীফের হাতে কার্যত অফুরন্ত ক্ষমতা চলে আসতে পারে!

#AsimMunir #27thAmendment #PakistanCoup