পাহাড়ের তুষারপাত বাড়িয়ে, দিল্লি-হরিয়ানা ও পাঞ্জাবে আজ বৃষ্টির সতর্কতা

Bhaskar
পাহাড়ি রাজ্যগুলোতে তুষারপাতের জেরে পশ্চিমবঙ্গের মতো অন্যান্য রাজ্যে শীত অনেকটা বেড়ে গেছে। দিল্লি-হরিয়ানা আর পাঞ্জাবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাপমাত্রায়ও বেশ খানিকটা নামা দেখা গেছে। উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশেও তুষারপাত চলছে ঝড়ের বেগে।

Cold wave grips Delhi with icy winds and light snow-mixed rain as winter bites harder #DelhiWeather #ColdWave2025

পাহাড়ে তুষারপাতের মাঝে সমতল রাজ্যগুলোতে শীতের ঝাপটা লাগতে শুরু করেছে। দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশের নয়ডা-গাজিয়াবাদ থেকে শুরু করে হরিয়ানা পর্যন্ত বুধবার সন্ধ্যা থেকেই ঠাণ্ডা হাওয়া বইতে শুরু করেছে। পাহাড়ি এলাকায় তুষারপাতের পরে যে হাওয়া নামছে, তাতে তাপমাত্রা ক্রমাগত নেমে যাচ্ছে। আজ দিল্লি এনসিআরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল।

আসলে হিমাচল আর উত্তরাখণ্ডের উঁচু জায়গাগুলোতে প্রচুর তুষারপাত হচ্ছে। এর জেরে উত্তর ভারতের রাজ্যগুলোর তাপমাত্রা কমে যাচ্ছে। বুধবার সন্ধ্যা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।


দিল্লির দূষিত বাতাসে বেশ খানিকটা স্বস্তি

পাহাড় থেকে আসা বরফ শীতল হাওয়ার জন্য তাপমাত্রা কমছে। বুধবার সন্ধ্যা থেকে দমকা হাওয়ার দাপটে দিল্লির দূষিত বাতাসে অনেকটা উন্নতি হয়েছে। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ২৬১-এ পৌঁছে গেছে। আবহাওয়া দফতর বৃহস্পতিবার দিল্লি, পাঞ্জাব আর হরিয়ানায় হালকা বৃষ্টির সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগের মতে, পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠেছে। এই ঝঞ্ঝার কারণেই উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর আর হিমাচল প্রদেশের পাহাড়ে তুষারপাতের সঙ্গে সমতল রাজ্য গুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।


হিমালয়ের তুষারপাতে বেড়েছে হিমেল হাওয়া

কেদারনাথ, বদ্রিনাথ আর হেমকুণ্ড সাহিব-সহ হিমালয়ের উপত্যকাগুলোয় তাজা তুষারপাতে শীতের তীব্রতা বেড়ে গেছে। কাশ্মীরের অনেক উঁচু এলাকায় তাপমাত্রা শূন্যের নীচে নেমে গেছে। জম্মু-কাশ্মীরের পর্যটনকেন্দ্র গুলমার্গ, সোনমার্গ, গুরেজ আর কুপওয়াড়ার ফরকিন টপ এলাকায় তুষারপাতে পর্যটকদের মুখে হাসি ফুটেছে। কারগিল আর লে-র খারদুংলা, শিংকুলা আর জংলা এলাকাতেও তুষারপাত চলছে। জম্মুর নত্থা টপে তুষারপাতের কারণে পর্যটকদের ভিড় বেড়ে গেছে।

আরও পড়ুন: ছত্তিশগড়ের বিলাসপুর ট্রেন দুর্ঘটনা: মালগাড়ির ওপর চড়ল যাত্রীবাহি ট্রেন, মৃত ৬


পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডে তুষারপাত

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডের চারধাম এলাকা কেদারনাথ, বদ্রিনাথ, হেমকুণ্ড সাহিবে ধবধবে সাদা বরফের চাদর বিছিয়ে গেছে। হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধৌলাধার পাহাড়েও বৃষ্টি চলছে। লাহুল স্পিতির নর্থ পোর্টাল আর উঁচু এলাকাগুলোয় তুষারপাত অব্যাহত।