Digital Gold থেকে দূরে থাকুন, SEBI-এর বড় সতর্কবার্তা! বিনিয়োগকারীদের কেন এমন কথা বলল? কোথায় বিনিয়োগ করবেন জানিয়ে দিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ফের একবার বিনিয়োগকারীদের ডিজিটাল গোল্ড বা ই-গোল্ড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। SEBI-এর চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ন্ত্রণ করার কোনো পরিকল্পনা তাদের নেই। কারণ, ডিজিটাল গোল্ড SEBI-এর নিয়ন্ত্রণাধীন কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না।
এই মন্তব্য তিনি ন্যাশনাল কনক্লেভ অন REITs অ্যান্ড InvITs–2025-এ করেছেন। তিনি বলেন, “যদি কেউ নিয়ন্ত্রিত উপায়ে সোনায় বিনিয়োগ করতে চান, তাহলে গোল্ড ETF বা অন্যান্য ট্রেডেবল সিকিউরিটিজের মতো বিকল্প রয়েছে। এই স্পষ্টীকরণ এমন একটা সময়ে এসেছে যখন ডিজিটাল গোল্ড প্ল্যাটফর্মগুলো বারবার দাবি করছে যে SEBI তাদের নিয়ন্ত্রণে আনুক।
Digital Gold নিয়ে SEBI আগেও সতর্ক করেছে
কয়েকদিন আগেও SEBI একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল। তারা জানিয়েছিল, Digital Gold কোনো সিকিউরিটি নয়, আবার কমোডিটি ডেরিভেটিভও নয়। ফলে এটা SEBI-এর নিয়ন্ত্রণ কাঠামোর সম্পূর্ণ বাইরে। নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে বলেছে, এই ধরনের ডিজিটাল গোল্ড প্রোডাক্টে বড় ধরনের ঝুঁকি রয়েছে। কাউন্টারপার্টি রিস্ক ও অপারেশনাল রিস্ক অনেক বেশি।
যে সব সুরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে থাকে, সেগুলো ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। অর্থাৎ আপনার টাকা গেলে ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই, প্ল্যাটফর্ম বন্ধ হয়ে গেলে বা প্রতারণা হলে SEBI-এর কাছে অভিযোগ করারও কোনো জায়গা নেই।
আরও পড়ুন: GST ফাঁকি দিতে কোর্টে ধাপ্পা! হাইকোর্ট ৫ লাখ জরিমানা ঠুকে দিল ব্যবসায়ীকে
SEBI-এর পরামর্শ: কোথায় বিনিয়োগ করবেন?
SEBI বিনিয়োগকারীদের পরিষ্কার বার্তা দিয়েছে, সোনায় বিনিয়োগ করতে চাইলে শুধুমাত্র নিয়ন্ত্রিত (regulated) প্রোডাক্ট বেছে নিন। তারা যে বিকল্পগুলো সুপারিশ করেছে:
১. গোল্ড ETF (মিউচুয়াল ফান্ডের মাধ্যমে)
২. এক্সচেঞ্জ-ট্রেডেড কমোডিটি ডেরিভেটিভ কন্ট্রাক্ট
৩. ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট (EGR) – যেগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়
এই সবকটি প্রোডাক্ট সম্পূর্ণভাবে SEBI-নিয়ন্ত্রিত। বিনিয়োগ করতে হবে শুধুমাত্র SEBI-রেজিস্টার্ড ইন্টারমিডিয়ারি (ব্রোকার, মিউচুয়াল ফান্ড হাউস ইত্যাদি) দিয়ে। এখানে বিনিয়োগকারী সুরক্ষা ফান্ড, গ্রিভ্যান্স রিড্রেসাল সিস্টেম, ট্রান্সপারেন্সি – সবই থাকে।
ডিজিটাল গোল্ডে ঝুঁকি কী কী?
- প্ল্যাটফর্ম যদি দেউলিয়া হয় বা বন্ধ হয়ে যায়, আপনার সোনা ফেরত পাওয়া প্রায় অসম্ভব।
- অনেক প্ল্যাটফর্মে সোনা আসলে ভল্টে থাকে না, শুধু কাগজে-কলমে লেনদেন হয়।
- কোনো রেগুলেটরি তদারকি নেই, তাই প্রতারণার সম্ভাবনা বেশি।
- দামের অস্থিরতা ছাড়াও স্প্রেড (কেনা-বেচার দামের পার্থক্য) অনেক বেশি, লাভ কমে যায়।
বর্তমানে SEBI-এর বার্তা খুবই স্পষ্ট ডিজিটাল গোল্ড (Digital Gold)থেকে দূরে থাকুন। সোনায় বিনিয়োগ করতে চাইলে শুধুমাত্র নিয়ন্ত্রিত উপায় বেছে নিন। নইলে আপনার কষ্টের টাকা ঝুঁকিতে পড়তে পারে।
