মোদীজি আমাকে ফোন করেছিলেন ট্রাম্পের নতুন দাবি ভারত-পাকিস্তান যুদ্ধ ঠেকানো নিয়ে। ডোনাল্ড ট্রাম্প এ বছর মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা “মিটিয়ে” দেওয়ার দাবি এখন পর্যন্ত ৬০ বারের বেশি করেছেন, যদিও ভারত বরাবরই বলে আসছে যে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়নি।
india pakistan conflict: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি দুই দেশকে ৩৫০ শতাংশ শুল্ক (ট্যারিফ) চাপিয়ে দেওয়ার হুমকি দিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা মিটিয়ে দিয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তাঁকে ফোন করে বলেছিলেন, “আমরা আর যুদ্ধে যাব না।”
বুধবার ট্রাম্প বলেন, আমি বরাবরই বিরোধ মেটাতে পারদর্শী। এর আগেও করেছি। ভারত-পাকিস্তান দুই দেশই পরমাণু অস্ত্র নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ার মুখে ছিল।
সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সালমানের উপস্থিতিতে আমেরিকা-সৌদি বিনিয়োগ ফোরামে ট্রাম্প বলেন, তিনি দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশকে বলেছিলেন, “তোমরা চাইলে লড়াই করতে পারো, কিন্তু আমি দুই দেশের ওপরেই ৩৫০ শতাংশ ট্যারিফ বসিয়ে দেব। আমেরিকার সঙ্গে আর কোনো বাণিজ্য থাকবে না।
india pakistan conflict ট্রাম্প থামালেন যুদ্ধ
ট্রাম্পের দাবি, দুই দেশই তাঁকে বলেছিল “এটা করবেন না”। তিনি জবাবে বলেছিলেন, “করবই। তোমরা ফিরে এসে আমার সঙ্গে কথা বলো, তাহলে শুল্ক তুলে নেব। কিন্তু আমি এটা হতে দেব না যে তোমরা পরমাণু অস্ত্র ছুঁড়ছো আর লক্ষ লক্ষ লোক মরছে, আর সেই পরমাণু ধুলো এসে লস অ্যাঞ্জেলেসের ওপর পড়ছে। এটা আমি হতে দেব না।
তিনি আরও বলেন, তিনি একদম তৈরি হয়ে গিয়েছিলেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে বলেছিলেন, যুদ্ধ বন্ধ করতে ৩৫০ শতাংশ ট্যারিফ লাগিয়ে দাও। আর যদি যুদ্ধ বন্ধ হয়, তাহলে এক কম্পানির সঙ্গে একটা সুন্দর বাণিজ্য চুক্তি করে নেব, কারণ এখনও ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্প বলেন, এমনটা আর কোনো প্রেসিডেন্ট করতেন না… আমি ট্যারিফ দিয়েই যুদ্ধ থামিয়েছি। আটটার মধ্যে পাঁচটা যুদ্ধ অর্থনীতি, বাণিজ্য আর ট্যারিফের জোরে মিটিয়েছি। আমিই করেছি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে ধন্যবাদ
তিনি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে ফোন করে ধন্যবাদ জানিয়েছিলেন এবং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন—এটা হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি উইলসের সামনেই হয়েছিল।
এরপর ট্রাম্প বলেন, তিনি প্রধানমন্ত্রী মোদীর থেকে ফোন পেয়েছিলেন। মোদী নাকি বলেছিলেন, আমরা শেষ করে দিয়েছি। ট্রাম্প জিজ্ঞাসা করেছিলেন, “কী শেষ করেছেন?” মোদী উত্তরে বলেছেন, আমরা আর যুদ্ধে যাব না। ট্রাম্প বলেন, তিনি মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, “চলো একটা ডিল করি।
ট্রাম্প আরও দাবি করেন যে, এভাবেই তিনি আরও অনেক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছেন।গতকালও (মঙ্গলবার) সৌদি যুবরাজের সঙ্গে ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প একই দাবি করেছিলেন।
ভারত-পাকিস্তান আমেরিকার মধ্যস্থতায়
১০ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে দীর্ঘ রাতের আলোচনার পর ভারত-পাকিস্তান আমেরিকার মধ্যস্থতায় পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তারপর থেকে তিনি ৬০ বারের বেশি এই দাবি করেছেন যে তিনিই উত্তেজনা কমিয়েছেন।
উল্লেখ্য, পাহালগামে ২৬ জন সাধারণ নাগরিক নিহতের জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ৭ মে ভারত অপারেশন সিন্দুর’ চালায় এবং পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালায়।
ভারত বরাবরই বলে আসছে, কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছাড়াই দুই দেশের সেনার ডিজিএমও-দের মধ্যে সরাসরি কথাবার্তার পর ১০ মে যুদ্ধবিরতির বোঝাপড়া হয়েছিল।
