হর্ষবর্ধনের 'দিওয়ানিয়ত' ফ্যানদের মনে বাজছে! উইকডেতে বক্স অফিসে হইহুল্লোড়

Bhaskar

এক সপ্তার বেশি রিলিস হয়ে গেছে এক দেওয়ানে কি দিওয়ানিয়ত মুভি। টাকা কমানোর নতুন নতুন
রেকর্ড ভেঙে দিচ্ছে হর্ষবর্ধন রানে আর সোনম বাজবার এই মুভিটি। এই মুভিটি বক্স অফিসে পুরো
সেঞ্চু রি পার করে ফেলেছে।

হর্ষবর্ধন রানে ও সোনম বাজবা অভিনীত 'এক দেওয়ানে কি দিওয়ানিয়ত' পোস্টার – ১০ দিনে ৫৪.২৭ কোটি বক্স অফিস কালেকশন, দীপাবলি রোমান্টিক হিট ২০২৫


১০ দিন পূরণ করলো রিলিস করেছে হর্ষবর্ধনের মুভি এক দেওয়ানে কি দিওয়ানিয়ত। এই দীপাবলি
তে সুন্দর প্রদর্শন করছে এই মুভিটি এবং রোমান্টিক মুভি হওয়ার জন্য দর্শক খুব পছন্দ করছে এই
মুভিটা দেখার জন্য।


এক দেওয়ানে কি দিওয়ানিয়ত প্রথম দিনের কালেকশন 

প্রথম দিন থেকে এই মুভিটি যেভাবে দর্শকদের পছন্দ হয়ে উঠেছে, তাতে এতদিনেই ১০ কোটির
একটা সুন্দর ওপেনিং করতে পেরেছে। আর যেভাবে হর্ষবর্ধন এই মুভিটির প্রমোশন করছে তাতে
মনে হচ্ছে ইনকামের মামলায় কেউ একে থামাতে পারবে না। এক দেওয়ানে কি দিওয়ানিয়ত মুভিটি
তৈরী করতে খরচ হয়েছে ২৫ থেকে ৩০ কোটির কাছাকাছি। এই মুভিটি মাত্র তিন দিনে নিজের
বাজেট বার করে নিয়েছে।


হর্ষবর্ধনের মুভি বক্স অফিস কালেকশন কত হল ?

এই মুভিটি বক্স অফিসে যে ভাবে পারফর্ম করছে তার থেকে মনে হচ্ছে ভালো কাহিনী সব সময়
দর্শকের পছন্দ। এই মুভিটি দ্বিতীয় দিনে প্রায় ৪.৪৪ কোটির কাছাকাছি কামিয়েছে। এবং তৃতীয়
দিনের মাথায় প্রায় ৪ কোটির কাছাকাছি আছে।  ১০ দিনে এই মুভিটি ১.৭৭ কোটির কাছাকাছি
ইনকাম করেছে। এক দেওয়ানে কি দিওয়ানিয়াত মুভিটি উইকডেতে সবচেয়ে ভালো প্রদর্শন
করেছে। আর এই মুভিটির টোটাল ইনকাম এই পর্যন্ত ৫৪.২৭ কোটির উপরে চলে গেছে।


আরো পড়ুন:  রশ্মিকা vs দীপিকা: কাজের সময়সীমা বিতর্কে নতুন মোড়


এক দেওয়ানে কি দিওয়ানিয়ত মুভির কাহিনী কি?

এবারে জানা যাক এক দেওয়ানে কি দিওয়ানিয়ত মুভির কাহিনী সম্বন্ধে, এই মুভিটির কাহিনী একটা
ক্ষমতা সমম্পন্ন রাজনেতার ছেলে বিক্রমদিত্য ভষলে (মানে হর্ষবর্ধন ) সম্বন্ধে। শহরে এমন ক্ষমতা যে
সবাই সেলাম করে। কেও ওদের বিপরীতে কথা বলতে চাই না। এই মুভিতে বিক্রমাদিত্য ভষলে
নায়িকা অদাকে ( সোনম বাজবা ) দেখা মাত্র ভালোবেসে ফেলে এবং এটি খুব তাড়াতাড়ি প্রেমে
বদলে যাই। আর সেখান থেকেই মুভি শুরু ।