রাঁচি থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের আগে ভারতীয় দলের নেট প্র্যাকটিসের একটা ভিডিও শেয়ার করেছে BCCI। আর সেই ভিডিওতেই বিরাট কোহলির একটা দুর্দান্ত পুল শট দেখে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের মুখ থেকে আপনাআপনি বেরিয়ে গিয়েছে – ভাইজি, ভালো বল ছিল এটা, তগড়া মার দিয়ে দিলি!
শনিবার রাঁচির জেএসসিএ স্টেডিয়ামে ভারতীয় দলের প্র্যাকটিস সেশনের ভিডিও পোস্ট করেছে BCCI। ভিডিওটা মূলত বিরাট কোহলি আর রোহিত শর্মার অভিজ্ঞ জুটির ওপর ফোকাস করা। দুজনেই টি-টোয়েন্টি ও টেস্ট থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন। আর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডেতে তাঁদের প্রত্যাবর্তন হচ্ছে।
ভিডিওর সবচেয়ে ভাইরাল মুহূর্তটা হল বিরাটের সেই পুল শট। একজন পেসার ভালো লেংথে বল করেছিলেন। বিরাট ক্রিজ থেকে একটু এগিয়ে এসে পারফেক্ট টাইমিংয়ে পুল করলেন। বল সোজা মিড-উইকেটের ওপর দিয়ে উড়ে গেল। আর স্টাম্পের পিছন থেকে ঋষভ পন্থের রিয়্যাকশনটা ক্যামেরায় ধরা পড়ে গেল – “ভাইজি, ভালো বল ছিল… তগড়া মার দিয়ে দিলি রে!” এই ক্লিপটা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
রোহিত-বিরাট জুটি শেষবার একসঙ্গে ওয়ানডে খেলেছিলেন গত অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে। সেই ম্যাচে রোহিত অপরাজিত ১২১ আর বিরাট অপরাজিত ৭৪ রান করে দলকে জিতিয়েছিলেন। দুজনে মিলে তৃতীয় উইকেটে ১৬৮ রানের অপরাজিত পার্টনারশিপ গড়েছিলেন। এবার রাঁচিতে ফের সেই পুরনো জুটি দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায় রোহিত ও বিরাট
এই সিরিজটা শুধু জয়-পরাজয়ের নয়, দুই কিংবদন্তির জন্য রেকর্ড বইয়ে নাম লেখানোর সিরিজও।
রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে মাত্র ৯৮ রান দূরে। বর্তমানে তাঁর নামে ৫০২ ম্যাচে ১৯,৯০২ রান রয়েছে। এই কীর্তি ছোঁয়ার পর তিনি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের পর চতুর্থ ভারতীয় হিসেবে ২০,০০০ আন্তর্জাতিক রানের ক্লাবে প্রবেশ করবেন। ওয়ানডেতে তাঁর রান ১১,৩৭০, টি-টোয়েন্টিতে ৪,২৩১ এবং টেস্টে ৪,৩০১।
অন্যদিকে বিরাট কোহলি একটা অনন্য রেকর্ড গড়ার দোরগোড়ায়। তিনি বর্তমানে ওয়ানডেতে ৫১টি শতরান করে সচিন তেন্ডুলকরের (টেস্টে ৫১ শতক) সমানে রয়েছেন। আর মাত্র একটা শতক করলেই তিনি প্রথম ব্যাটার হিসেবে কোনো একটা ফরম্যাটে সর্বোচ্চ শতকের রেকর্ড একাই নিজের নামে করে নেবেন। এখনও পর্যন্ত শুধু সচিন ও বিরাটই কোনো একটা ফরম্যাটে ৫০+ শতক করেছেন।
𝗦𝗢𝗨𝗡𝗗 𝗢𝗡 🔊
— BCCI (@BCCI) November 29, 2025
🎥 High intensity and good vibes, ft. Rohit Sharma and Virat Kohli 🤝🔥#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @ImRo45 | @imVkohli pic.twitter.com/hT6hQ0NAmN
সিরিজের সূচি একনজরে
১ম ওয়ানডে: ৩০ নভেম্বর – রাঁচি
২য় ওয়ানডে: ৩ ডিসেম্বর – কটক
৩য় ওয়ানডে: ৬ ডিসেম্বর – দিল্লি
রোহিত শর্মা নেতৃত্ব দেবেন ভারতীয় দলে। বিরাট, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজার মতো তারকারা রয়েছেন দলে। পেস বিভাগে মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান আর স্পিনে কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।
বিরাটের ফর্মে ফেরা, রোহিতের রেকর্ড ছোঁয়া আর পন্থের সেই ‘তগড়া মার দিয়ে দিলি’ কমেন্ট – সব মিলিয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের উত্তেজনা এখন তুঙ্গে। ক্রিকেটপ্রেমীদের জন্য এর থেকে বড় উপহার আর কী হতে পারে!
