এক ক্লিকে নির্দিষ্ট ফলোয়ারের কাছে Instagram Story লুকানোর সহজ উপায়

Bhaskar

আজকাল Instagram-এ প্রতিদিন হাজার হাজার স্টোরি আপলোড হয়, কিন্তু সব স্টোরি তো সবার জন্য নয়! কখনো কখনো বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা এক্স-এর স্টোরি দেখুক এটা মোটেও ইচ্ছে হয় না। কিন্তু ব্লক করা বা আনফলো করা তো সম্পর্ক নষ্ট করতে পারে। চিন্তা নেই! Instagram-এর একটা গোপন সেটিং আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই নির্দিষ্ট কিছু ফলোয়ারের কাছে আপনার স্টোরি পুরোপুরি লুকিয়ে রাখতে পারবেন— আর তারা কখনো বুঝতেও পারবে না!

Easy way to hide Instagram Story, technology-bangla


এই ফিচারটা এতটাই স্মার্ট যে কাউকে রিমুভ করতে হয় না, ব্লক করতে হয় না, রেস্ট্রিক্ট করতে হয় না, এমনকি প্রোফাইল প্রাইভেটও করতে হয় না। শুধু কয়েকটা ট্যাপে আপনার স্টোরি শুধুমাত্র যাদের দেখাতে চান, তাদের কাছেই পৌঁছাবে। আসুন দেখে নিই ধাপে ধাপে কীভাবে এটা করবেন।

Instagram স্টোরি কাকে লুকাবেন— স্টেপ বাই স্টেপ গাইড

১.প্রথমে Instagram অ্যাপ ওপেন করুন এবং নিজের প্রোফাইলে চলে যান
উপরের ডান কোণায় তিনটে হরাইজন্টাল লাইন (☰) দেখতে পাবেন। সেটায় ট্যাপ করুন।

২. “Settings and privacy” অপশনে ক্লিক করুন
এখানে আপনার অ্যাকাউন্টের সব ধরনের প্রাইভেসি সেটিংস পাবেন।

৩. একটু নিচে স্ক্রল করে “Privacy” সেকশনে যান
এখানে অনেকগুলো অপশন থাকবে— “Posts”, “Stories”, “Comments” ইত্যাদি।

৪. “Story” অপশনে ট্যাপ করুন
এটা আলাদা একটা মেনু ওপেন হবে যেখানে শুধুমাত্র স্টোরি-সম্পর্কিত সেটিংস থাকে। ফিড পোস্টের সাথে এর কোনো সম্পর্ক নেই।

৫. “Hide story from” অপশনটা খুঁজে বের করুন
এটার নিচেই লেখা থাকবে “0 people” (যদি এর আগে কাউকে লুকিয়ে না থাকেন)। এটায় ট্যাপ করুন।

৬. যাদের থেকে স্টোরি লুকাতে চান, তাদের নাম সিলেক্ট করুন
উপরে সার্চ বার আছে। নাম লিখলেই তাৎক্ষণিক চলে আসবে। যতজনকে চান সিলেক্ট করুন। সিলেক্ট করা নামের পাশে নীল টিক চিহ্ন চলে আসবে।

৭. ডান উপরের কোণায় “Done” (iOS-এ) বা ব্যাক অ্যারো (Android-এ) চেপে বেরিয়ে আসুন
ব্যস! এখন থেকে যাদের নাম সিলেক্ট করেছেন, তারা আপনার কোনো স্টোরি দেখতে পারবে না। কিন্তু আপনার প্রোফাইল, পোস্ট, রিলস সবই তাদের কাছে আগের মতোই থাকবে। তারা কখনো জানতে পারবে না যে আপনি তাদের থেকে স্টোরি লুকিয়েছেন।

এই ফিচারের সবচেয়ে বড় সুবিধাগুলো কী?

  • কোনো নোটিফিকেশন যায় না
  • ফলোয়ার লিস্টে কোনো পরিবর্তন হয় না
  • ব্লক বা রেস্ট্রিক্টের ঝামেলা নেই
  • যখন ইচ্ছে তখন আবার লিস্ট থেকে নাম সরিয়ে নিতে পারবেন
  • ক্লোজ ফ্রেন্ডস লিস্ট বানানোরও দরকার নেই (যদি শুধু লুকাতে চান, না দেখাতে চান তাহলে এটাই বেস্ট)

বোনাস টিপস: আরো বেশি প্রাইভেসি চাইলে কী করবেন?

  • Close Friends” লিস্ট বানিয়ে শুধুমাত্র সিলেক্টেড মানুষদের স্টোরি দেখাতে পারেন (সবুজ তারা চিহ্ন আসবে)
  • Allow message replies” অপশন বন্ধ করে দিলে কেউ আপনার স্টোরিতে রিপ্লাইও করতে পারবে না
  • Save story to archive” অন রাখলে পরে নিজেও দেখতে পারবেন কী পোস্ট করেছিলেন
এই সহজ সেটিংটা জানা থাকলে আপনার Instagram অভিজ্ঞতা অনেক বেশি কমফোর্টেবল এবং নিয়ন্ত্রিত হয়ে যাবে। আর কেউ বুঝতেও পারবে না যে আপনি তাদের থেকে কিছু লুকিয়েছেন!

তো আর দেরি কেন? এখনই অ্যাপ খুলে “Hide story from” লিস্টটা একটু গোছগাছ করে নিন। প্রাইভেসি আপনার হাতে!