J&K: জম্মু-কাশ্মীর পুলিশের হাতে ভেস্তে গেল আন্তঃরাজ্য সন্ত্রাস মডিউল, যোগ জৈশ-ই-মহম্মদ ও আনসার গজওয়াত-উল-হিন্দের। জৈশ-ই-মহম্মদ (জেএম) পাকিস্তানভিত্তিক একটা চরমপন্থী গোষ্ঠী, যার প্রতিষ্ঠাতা মাসুদ আজহার—জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী।
সোমবার Jammu and Kashmir পুলিশ জানিয়েছে, তারা একটা আন্তঃরাজ্য সন্ত্রাস মডিউল ভেস্তে দিয়েছে, যেটা জৈশ-ই-মহম্মদ (জেএম) আর আনসার গজওয়াত-উল-হিন্দ (এজিইউএইচ)-এর সঙ্গে যুক্ত।
জৈশ-ই-মহম্মদ পাকিস্তানে বসে কাজ করে, মাসুদ আজহার এর মাথা। আর আনসার গজওয়াত-উল-হিন্দকে বলা হয় আল-কায়েদার সঙ্গে যুক্ত ইসলামি জঙ্গি গোষ্ঠী।
Jammu Kashmir থেকে হরিয়ানা জৈশের নতুন নেটওয়ার্ক ধ্বংস
এই ঘটনার সমান্তরালে সোমবারই হরিয়ানার ফরিদাবাদের একটা গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৩৫০ কেজির বেশি বিস্ফোরক আর গোলাবারুদ। ফরিদাবাদের কমিশনার সতেন্দ্র কুমার গুপ্তা জানিয়েছেন, ফরিদাবাদ আর জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ টিম গ্রেপ্তার করেছে একজন ডাক্তারকে—মুজাম্মিল শাকিল। এই লোকটা শ্রীনগরে জৈশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর মামলায়ও ওয়ান্টেড ছিল।
জম্মু-কাশ্মীর, হরিয়ানা পুলিশ আর ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) যৌথ অপারেশনে একটা বড় সন্ত্রাসের ছক ভেস্তে গেছে। ফরিদাবাদ থেকে জব্দ হয়েছে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক, একটা একে-৪৭ রাইফেল আর প্রচুর গোলাবারুদ। ফরিদাবাদ দিল্লির কাছে এনসিআরের একটা শহর।
আরও পড়ুন: পাহাড়ের তুষারপাত বাড়িয়ে, দিল্লি-হরিয়ানা ও পাঞ্জাবে আজ বৃষ্টির সতর্কতা
ডাক্তারের মুখোশে জঙ্গি! বড় সন্ত্রাসের ছক ফাঁস
এই বিস্ফোরক-গোলাবারুদ উদ্ধার হয়েছে ফরিদাবাদের ধৌজ গ্রামের একটা ভাড়া বাড়ি থেকে। বাড়িটা ভাড়া নিয়েছিল এক কাশ্মীরি ডাক্তার—মুজাম্মিল শাকিল, যে আল ফালাহ ইউনিভার্সিটিতে পড়ায়।
হরিয়ানার ধৌজে অবস্থিত আল ফালাহ ইউনিভার্সিটি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, দিল্লি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে। এটা ইউজিসি স্বীকৃত। পুলিশের কথায়, ডা. শাকিল এই বাড়ি ভাড়া নিয়েছিল প্রায় তিন মাস আগে।
৩০ অক্টোবর জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার আগে গ্রেপ্তার হয় আরেক অভিযুক্ত ডা. আদিল আহমদ রাথার—যে নাকি একই সন্ত্রাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।
(#JammuKashmirPolice #JaishEMohammed #TerrorModuleBusted #FaridabadRaid #ExplosivesSeized #AK47Recovered #AnsarGhazwatUlHind #JammuAndKashmir #HaryanaPolice #TerrorPlotFoiled #BreakingNews)
