iQOO 15-এর প্রি-অর্ডার শুরু হচ্ছে ২০ নভেম্বর, এতে থাকবে সীমিত সময়ের জন্য প্রায়োরিটি পাস। লঞ্চের আগেই দেখে নিন iQOO 15-এর ভারতীয় দাম।
iQOO 15 5G মোবাইল ভারতে লঞ্চ হচ্ছে ২০২৫ সালের ২৬ নভেম্বর, ফ্ল্যাগশিপ পারফরম্যান্স আর ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে। অফিসিয়াল লঞ্চের অপেক্ষায় থাকলেও, স্মার্টফোনের ভারতীয় দাম অনলাইনে লিক হয়ে গেছে, যা ক্রেতাদের একটা আগাম ধারণা দিচ্ছে। লিক হওয়া দাম অনুযায়ী, iQOO 15 5G হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরযুক্ত সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ। তাই লঞ্চের সময় এটা অনেক ক্রেতাকে আকর্ষণ করতে পারে আর বেশ জনপ্রিয় হয়ে উঠতে পারে। তাই জেনে নিন লঞ্চের সময় iQOO 15 5G-এর দাম কত হতে পারে।
iQOO 15 5G মোবাইলের দাম ভারতে কত
গ্যাজেটস ৩৬০-এর এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, iQOO 15 5G-এর দাম হতে পারে প্রায় ₹৬০,০০০ টাকার আশেপাশে। এই দামে লঞ্চ অফারও থাকতে পারে, তাই বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের অফিসিয়াল দাম হতে পারে প্রায় ₹৬৫,০০০। এখন ২৬ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দাম নিশ্চিত করতে।
iQOO ২০ নভেম্বর থেকে iQOO 15-এর প্রি-অর্ডার শুরু করবে। এতে থাকবে সীমিত সময়ের প্রায়োরিটি পাস, যার মাধ্যমে পাওয়া যাবে ফ্রি iQOO TWS 1e এবং ১২ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। প্রি-বুক করতে ক্রেতাদের শুধু ₹১,০০০ টাকা রিফান্ডেবল অ্যামাউন্ট দিতে হবে।
আরও পড়ুন: ১৫ নভেম্বরের আগে নিন BSNL-এর ১ টাকার প্ল্যান – প্রতিদিন ২ জিবি + ফ্রি কলিং!
iQOO 15 5G স্মার্টফোনের কী কী ফিচার আশা করা যায়
iQOO 15 5G-তে থাকতে পারে ৬.৮৫ ইঞ্চির স্যামসাং M14 OLED ডিসপ্লে, যাতে ২কে রেজোলিউশন, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৬,০০০ নিটস পিক ব্রাইটনেস থাকতে পারে। আগেই বলা হয়েছে, এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর দিয়ে চলবে, যা ওয়ানপ্লাস ১৫, রিয়েলমি জিটি ৮ প্রো, স্যামসাং গ্যালাক্সি এস২৬ আলট্রা-র মতো আসন্ন স্মার্টফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
iQOO নিশ্চিত করেছে যে, স্মার্টফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে থাকবে ৫০ মেগাপিক্সেলের সনি IMX921 VCS মেইন সেন্সর, ৫০ মেগাপিক্সেলের সনি IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
iQOO 15 vs OnePlus 15 কোনটা মোবাইলটা নেবেন
এই দুইটা ফ্ল্যাগশিপ ফোনই ২০২৫-এর শেষের দিকে ভারতে লঞ্চ হচ্ছে, আর দুটোতেই আছে সেই স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট যাকে বলে পারফরম্যান্সের রাজা। iQOO 15 তো ২৬ নভেম্বর লঞ্চ হবে, আর OnePlus 15 ইতিমধ্যে ১৩ নভেম্বর থেকে হাতে পাওয়া যাবে। দামের কথা বলতে গেলে, iQOO একটু বাজেট-ফ্রেন্ডলি মনে হচ্ছে প্রায় ৬০,০০০ টাকা থেকে, যেখানে OnePlus ৭০,০০০-৭৫,০০০ এর আশেপাশে। কিন্তু স্পেকস দেখলে বুঝবে, iQOO গেমিং-এর জন্য তৈরি, আর OnePlus ব্যাটারি আর ক্যামেরায় একটু এগিয়ে।
(#iQOO15 #iQOO15_5G #iQOO15India #Snapdragon8Elite #iQOOলঞ্চ #iQOOদাম )
