IPL 2026: লখনউয়ের ঝোড়ো ব্যাটার খুল্লামখুল্লা বলে দিলেন আগামী মরশুমের মাস্টারপ্ল্যান, রিটেন করা নিয়ে বললেন এই বড় কথা
আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী মরশুমের আগে রিটেন খেলোয়াড়দের লিস্ট ঘোষণা করে দিয়েছে। লখনউ সুপার জায়ান্টস তাদের ঝোড়ো ব্যাটারকে রিটেন করেছে এবং এই ব্যাটার আগামী মরশুমের প্ল্যান একেবারে খোলাখুলি বলে দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামকে আগামী মরশুমের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আইপিএলে ভালো করতে গেলে একটা টিম হিসেবে সত্যি সত্যি দারুণ হতে হবে।
তিনি আরও বলেন, গত মরশুমে আমরা খুব বেশি পিছিয়ে ছিলাম বলে মনে হয় না। কয়েকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি আমরা সুযোগ কাজে লাগাতে পারতাম, তাহলে ফলাফল অনেক আলাদা হতো।
লখনউতে এই খেলোয়াড় রিটেন করেছে
এলএসজি আগামী মাসে হতে চলা মিনি নিলামের আগে ডানহাতি ব্যাটার মার্করামকে দলে ধরে রেখেছে। ২০২৫ মরশুমে মার্করাম ১৩ ম্যাচে ৩৪.২৩ গড়ে ও ১৪৮.৮৩ স্ট্রাইক রেটে ৫টি হাফ সেঞ্চুরি-সহ মোট ৪৪৫ রান করেছিলেন।
এলএসজির অফিসিয়াল এক্স-এ শেয়ার করা একটি ভিডিওতে মার্করাম বলেন, এটা সত্যিই দারুণ লাগছে। গত বছর লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমি খুব মজা করে সময় কাটিয়েছি। অনেক ভালো বন্ধু হয়েছে, টিমের সঙ্গে কয়েকটা মাস কাটিয়েছি। তাই রিটেন হওয়ার জন্য আমি খুব কৃতজ্ঞ আর নিশ্চিতভাবে তাদের সঙ্গে আরেকটা মরশুমের জন্য মুখিয়ে আছি।
গত মরশুমে এলএসজি ৬ জয় ও ৮ হার নিয়ে সপ্তম স্থানে শেষ করেছিল।
আরও পড়ুন: IPL 2026: সঞ্জু-জাদেজা বদল, ব্রেভিস নিয়ে টানাটানি!
প্রথম আইপিএল ট্রফির খোঁজে
২০২২ সালে আইপিএলে ডেবিউ করা লখনউ এখনও নিজেদের প্রথম আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করছে। প্রথম দুই মরশুমে তারা প্লে-অফে উঠেছিল, কিন্তু তারপরের দুটো মরশুমে শেষ চারে পৌঁছাতে পারেনি। গত মরশুমে তারা ঋষভ পন্তকে ২৭ কোটি টাকায় কিনেছিল। পন্ত গত মরশুমে টিমের অধিনায়ক ছিলেন, কিন্তু সাফল্য এনে দিতে পারেননি।
