২৪ ঘণ্টায় ফের দুই BLO-র জীবনসংশয়, SIR-এর চাপে ভেঙে পড়ছে বাংলা

Bhaskar

আরেকজন বাংলার বুথ লেভেল অফিসার (BLO) সেরিব্রাল অ্যাটাক করেছেন; পরিবারের দাবি SIR কাজের অতিরিক্ত চাপের জন্য এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে জলপাইগুড়ি জেলায় আরেক BLO-র আত্মহত্যার মাত্র কয়েক ঘণ্টা পরে, যেখানে তাঁর পরিবার বলছে তিনি কাজের চাপ সহ্য করতে পারেননি। 

Two more BLOs in danger in 24 hours, Bengal is collapsing under the pressure of SIR, west bengal news,

কলকাতা: উত্তর ২৪ পরগনা জেলার কোন্নগর শহরে বুধবার সন্ধ্যায় ভোটকর্মে নিযুক্ত ৬০ বছরের এক বুথ লেভেল অফিসার (BLO) সেরিব্রাল অ্যাটাক করেন। তাঁর পরিবার জানিয়েছে, নির্বাচন কমিশনের চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) কাজের মধ্যেই এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগেই জলপাইগুড়ি জেলার মাল এলাকায় আরেক BLO আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের দাবি, কাজের অসহ্য চাপ তিনি আর নিতে পারেননি।


SIR-এর কাজের চাপে হাসপাতালে ভর্তি অঙ্গনওয়াড়ি কর্মী

কোন্নগরের ২৭৯ নম্বর বুথে SIR-এর কাজে নিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী তপতী বিশ্বাসকে কোন্নগর মাতৃসদন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর স্বামী প্রবীর কুমার বিশ্বাস।

আমার স্ত্রী অনেকদিন ধরে অতিরিক্ত কাজের চাপের কথা বলছিলেন। রাতে ঘুম হচ্ছিল না। বারবার বলছিলেন, যদি কাজ মাঝপথে ছেড়ে দিই তাহলে গ্রেফতার হয়ে যাব, অঙ্গনওয়াড়ির চাকরিও চলে যাবে, আমাদের সংসার সেটার ওপরেই নির্ভর করে,” বলেছেন অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিক প্রবীর।

তাঁকে চিকিৎসা করা ডাক্তার সঞ্জয় শী বলেছেন, রক্তে শর্করা ও রক্তচাপ দুটোই খুব বেশি ছিল। সময়মতো চিকিৎসা করা যায়নি। সিটি স্ক্যানে দেখা গেছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। বাঁ হাতের নড়াচড়া প্রায় বন্ধ হয়ে গেছে।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের X পোস্ট

বুধবার সকালের ঘটনার পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি X-এ লিখেছেন, “আজ ফের মাল, জলপাইগুড়িতে একজন আদিবাসী অঙ্গনওয়াড়ি কর্মী বুথ লেভেল অফিসারকে হারালাম। SIR-এর অসহ্য চাপে তিনি আত্মহত্যা করেছেন। SIR শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ২৮ জনের জীবন গেছে – কেউ ভয়ে ও অনিশ্চয়তায়, কেউ চাপ আর অতিরিক্ত কাজে।”

এর আগে ৯ নভেম্বর পূর্ব বর্ধমানের মেমারি ব্লকে এক BLO সেরিব্রাল অ্যাটাকে মারা যান। তাঁর স্বামীও কাজের চাপকেই দায়ী করেছিলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “যে কাজ আগে তিন বছর ধরে হতো, তাকেই নির্বাচনের মুখে দু’মাসে শেষ করতে বলা হচ্ছে রাজনৈতিক মনিবদের খুশি করার জন্য। এই অপরিকল্পিত, অমানবিক চাপের ফলেই এত মূল্যবান প্রাণ যাচ্ছে।


শুভেন্দু অধিকারীর SIR নিয়ে পাল্টা বক্তব্য

এর পাল্টা বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, SIR-এর সঙ্গে এই মৃত্যুগুলির কোনো সম্পর্ক নেই।

বিহারে SIR হয়েছে। এখনও ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে। শুধু বাংলা ছাড়া কোথাও কেউ মারা যায়নি, বলেছেন শুভেন্দু।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জলপাইগুড়ির আত্মহত্যার ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছেন, কিন্তু বুধবার রাত পর্যন্ত কোন্নগরের ঘটনায় কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: কেএমসির জন্ম শংসাপত্র কেলেঙ্কারি? শুভেন্দু বনাম তৃণমূল


রাজ্যজুড়ে BLO-রা এখন ভোটার তালিকা সংশোধনের ফর্ম বিলি ও সংগ্রহের কাজ করছেন, যা ৪ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। গত কয়েক সপ্তাহ ধরে অনেকে কাজের চাপের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। বাংলায় পরবর্তী বিধানসভা নির্বাচন হওয়ার কথা ২০২৬-এর মার্চ-এপ্রিলে।

পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা প্রায় ৭.৬ কোটি। পোলিং বুথ আছে প্রায় ৮০,৬৮১টি এবং প্রায় সমসংখ্যক BLO রয়েছেন।